বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০:৩৬

অবশেষে ১০০ রাউন্ড গুলিসহ পাঁচ যুবক আটক সেনাবাহিনীর অভিযানে

অবশেষে ১০০ রাউন্ড গুলিসহ পাঁচ যুবক আটক সেনাবাহিনীর অভিযানে

এমটিনিউজ২৪ ডেস্ক : মাগুরায় সেনাবাহিনীর অভিযানে ১০০ রাউন্ড গুলি ১ টি শর্ট গানের টেলিস্কোপ উদ্ধারসহ ৫ যুবককে আটক করেছে। বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলা সদরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃত সকলের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ১০০ রাউন্ড পিস্তলের গুলি, ১টি শর্ট গানের টেলিস্কোপ, ৬টি মোবাইল ফোন ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটক পাঁচ যুবক হলেন পারনান্দুয়ালী মুন্সিপাড়া গ্রামের মঞ্জু মোল্লার ছেলে মো. মাফুজ (২১), রবি মোল্লার ছেলে মো. শাকিল (২০), কামাল হোসেনের ছেলে মো. জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে মো. তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে মো. বাবুল (২১)।

বুধবার মাগুরায় সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর রাশেদ ও হাসান সেজানের নেতৃত্বে অভিযান পরিচালনা ও আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাগুরা সদর থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আইযুব আলী বলেন, সেনাবাহিনী ওই পাঁচ যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে