শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:১১:৫৯

দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক নাজমুস সাকিব

দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক নাজমুস সাকিব

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক নাজমুস সাকিব।বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

নাজমুস সাকিব নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান।

দেশে ফেরার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘স্বাধীন বাংলাদেশে আগমন।’

সাংবাদিক নাজমুস সাকিব আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন ও নেতাদের নানা দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য আলোচিত হন।

তিনি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে কাজ করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন একজন অনলাইন এক্টিভিস্ট হিসেবে। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান হিসেবে কাজ করছেন তিনি।

দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করা সাংবাদিক নাজমুস সাকিব ২০১৯ সালের পর থেকে আর দেশে ফিরতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে