নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ১৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
সোমবার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ হোসেন রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের মধ্যে জেলগেটে জিঞ্জাসাবাদের নির্দেশ দেন।
মাহমুদুর রহমানের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম প্রমুখ। আর সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার।
এর আগে ৭০টি মামলায় জামিন পেয়ে তিনি যখন মুক্তির প্রহর গুণছিলেন ঠিক সেই মুহুর্তে গত ১৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার তিন বছর আগের ওই বিস্ফোরক মামলায় (মামলা নং-৫০/১/২০১৩) তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস