নিউজ ডেস্ক : আসন্ন ই্উনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে বহিষ্কার করা হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। এরই মধ্যে দলের জেলা, উপজেলাসহ তৃণমূল নেতাদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের কাউকে সাময়িক ও কাউকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর নির্বাচনের আগেও এরকম নির্দেশনা দেয়া হয়েছিল। এরপরও ২৩৪টি পৌরসভায় অর্ধশত বিদ্রোহী প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে ছিল।
দলীয় সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। তৃণমূল নেতাদের মধ্যে ইউপি নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ বেশি। ফলে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি হতে পারে। তাই আগে থেকেই এ নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে।
তবে বিদ্রোহী প্রার্থীদের সামাল দেয়াও কঠিন হবে। একেকটি আসনে দুই-তিনজন বিদ্রোহী প্রার্থীর কথা শোনা যাচ্ছে। উপজেলা ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের প্রায় প্রত্যেকেরই পছন্দ রয়েছে। ফলে ইউপি চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে বিভক্তি তৈরি হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের যে নির্দেশনা দেয়া হয়েছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই নির্দেশনা দেয়া হয়েছে। তাদের পরিণতিও একই হবে। দলের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম