শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০:৩৮

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা থেকে মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজী আনন্দপুর নামক স্থানে সড়কে একটি বাস উল্টে গেছে। এসময় বাসটি খাদে পড়ে আহত হয়েছেন প্রায় ২০ জন। আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর চারটায় ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানের মাহফিল শেষ ফিরছিল বাসটি। ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়।

এ সময় বাসের ২০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত যাত্রীরা সবাই পশুরাম উপজেলার বাসিন্দা। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ১২-১৩ জনকে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মারাত্মক আহত ৫-৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে