ঢাকা : জনগণের আওয়াজে টিকতে পারবে না সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে বুলেটের আওয়াজের চেয়ে জনতার আওয়াজ এত তীব্র হবে যে, এই আওয়াজেই টিকতে পারবে না সরকার।
তিনি বলেন, বুলেটের শক্তির চেয়ে জনগণের শক্তি অনেক বেশি। জনগণকে সাথে নিয়ে সরকারের সব অপকর্মের জবাব দেয়া হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যহার ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ধানের শীষ সমর্থক গোষ্ঠী।
হান্নান শাহ বলেন, আমাদের শত শত নেতাকর্মীকে বুলেটের মাধ্যমে হত্যা করা হয়েছে। কিন্তু বুলেটের চেয়ে জনগণের শক্তি অনেক বেশি। সে দিন আর বেশি দূরে নয়, যেদিন জনগণ জেগে উঠবে সেইদিন সরকার টিকতে পারবে না।
তিনি বলেন,এ সরকার মামলায় অভিজ্ঞ। এদের বেশ কয়েকজন উকিল আছেন। তাদের আইনজীবী বলবো না তারা ভালো উকিল। তারা মিথ্যা মামলা সাজাতে-লিখতে পারদর্শী। মিথ্যা মামলা সাজাতে পটু। চারজন বসে কথা বলছেন, তারা বলবে নাশকতামূলক আলোচনা করছেন। ব্যাস, গ্রেফতার।
হান্নান শাহ বলেন,সংবিধানে গণতন্ত্র আছে বাস্তবে নেই। বর্তমান ক্ষমতাসীনরা জনগণ দ্বারা নির্বাচিত নয়। এরা অনৈতিক সরকার। এ সংসদ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে।
আকবর হোসেন ভূঁইয়া নান্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিব বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চট্রগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম