রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৯:২৬

বড় সুখবর টেলিটক গ্রাহকদের জন্য

বড় সুখবর টেলিটক গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক:  বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তি করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় টেলিটকের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সভায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। কোন কর্মকর্তার কাছে কতটি আবেদন পেন্ডিং আছে তার তালিকা উপস্থাপনও করার সিদ্ধান্ত হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, জাতীয় পরিচয়পত্র সেবা নিরবচ্ছিন্নভাবে দেওয়ার লক্ষ্যে বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে সভায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে