রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৮:১২

আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন: হাসনাত আবদুল্লাহ

 আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন: হাসনাত আবদুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতই আছে, চাঁদাবাজিও আগের মত আছে- শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম-ওলামার সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আলেম-ওলামাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন; এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একটি চক্র, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রপাগান্ডা ছড়াচ্ছে, এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হক্কের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা সবচেয়ে বেশী নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব, যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করবে তাদে কে শক্ত হাতে প্রতিহত করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো.সিয়াম আহাম্মেদ।

পরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে