রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৯:২০:৩৮

এবার শীত নিয়ে নতুন বার্তা

 এবার শীত নিয়ে নতুন বার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এটি নিম্নচাপ আকারে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির দেখা মিলেছে। এ অবস্থায় আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে বলে পূর্বাসভাসে জানানো হয়েছে।

 শনিবার (২১ ডিসেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে