রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫২:৫৮

নির্বাচনে কোন দল অংশ নেবে সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন: বদিউল আলম

নির্বাচনে কোন দল অংশ নেবে সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন: বদিউল আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘গত ১৫ বছর নির্বাচন নিয়ে যেই প্রহসন হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার আমূল পরিবর্তনই নির্বাচন ব্যবস্থা প্রস্তাবনায় প্রাধান্য পাবে। এক্ষেত্রে নির্বাচনে কোন দল অংশ নেবে বা না নেবে সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এটি সংস্কার কমিশনের নির্ধারণের বিষয় নয়।’

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, এনজিও, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী, ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা আর আগের মতো ব্যবহার হতে চান না। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে প্রস্তাবনায় কমিশনের ক্ষমতায়ন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দলের মধ্যকার গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

ইভিএমে নির্বাচন হবে কিনা তা নিয়ে জানতে চাইলে বদিউল আলম বলেন, ইভিএমে নির্বাচনের কোন প্রশ্নই আর আসেনা। নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও প্রস্তাবনা কমিশনের সঙ্গে তা সাংঘর্ষিক নয়। এক্ষেত্রে যোগ্য ও সঠিক লোক দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে