মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩১:০৪

বড় সুখবর, গ্রাহকদের জন্য এবার যা নিয়ে এলো গ্রামীণফোন

বড় সুখবর, গ্রাহকদের জন্য এবার যা নিয়ে এলো গ্রামীণফোন

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং স্থানীয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মিলে ‘এটম৫’ নামে একটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। ‘বাংলাদেশে তৈরি’ ট্যাগলাইন সম্বলিত এই সিম্ফনি এটম৫ ফোনে উন্নত প্রযুক্তির স্পর্শে প্রিমিয়াম সব সুবিধা থাকছে, যা সবার নাগালের মধ্যে থাকবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

এই অংশীদারিত্বের লক্ষ্য হলো, সারাদেশে ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা।

সিম্ফনি এটম৫ ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর, ৮ জিবি র‌্যাম (৪ জিবি এক্সপান্ডেবলসহ), ৬৪ জিবি রম, ৫২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘সুলভ মূল্যে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এটম৫ স্মার্টফোনটি বাজারে আনতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণফোন সবসময়ই গ্রাহকদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করতে বদ্ধপরিকর। এটম৫ সুলভ মূল্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয়।’

এটম৫ ফোনটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে: ডিভাইন গোল্ড, মেরিন ব্লু, অক্সি ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে। এর দাম মাত্র ৮,৪৯৯ টাকা (অনলাইন ক্রয়ে ভ্যাট ছাড়া)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে