এমটিনিউজ২৪ ডেস্ক : কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া চার দিনের নবজাতককে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকালে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুটি উদ্ধারের পর র্যাব সদর দফতরে রয়েছে।
র্যাব সূত্র জানায়, নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ। তা বিচার-বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত। চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অভিযান পরিচালনা করেন। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় আসামিকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।