এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে লংমার্চ টু ঢাকায় কাজল মিয়া নেমে এসেছিলেন লাখো ছাত্র-জনতার সাথে। ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হবার আগে স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ফিরে আসবেন।
কিন্তু যাত্রাবাড়ীতে পুলিশের ঘাতক বুলেট তাঁর মাথা ছিন্ন করে বেরিয়ে যায়। কোমায় চলে যাওয়া কাজলকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে।
দীর্ঘ দুইমাস কোমায় থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থীকে আইসিউতে দেখে এসে ডাক্তারদের পরামর্শে দ্রুত থাইল্যান্ড পাঠানোর ব্যবস্থা করে সরকার। সেখানেও বিগত এক মাস মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যান তিনি। অবশেষে সুদীর্ঘ তিন মাস পর কোমা থেকে চোখ মেলে তাকিয়েছেন কাজল।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মৃত্যুর কাছে হার না মেনে আমাদের এক লড়াকু সহযোদ্ধা আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে।
হাসপাতাল থেকে বিজয়ীর হাসিমুখে আন্দোলনের লাখো বীর সহযোদ্ধাদের জন্য এ বার্তা পাঠিয়েছেন তিনি। তাঁর মতো হাজারো ছাত্র-জনতার নিঃস্বার্থ ত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। কাজল এখন সকল লড়াকু দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।
তিনি আরো বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজল ফিরে আসবেন তাঁর কাঙ্ক্ষিত বাংলাদেশে, পূরণ করবেন স্ত্রীকে দিয়ে যাওয়া প্রতিশ্রুতি।