মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩:৩৫

রাজধানীর মিরপুরে আগুন, ছুটে যাচ্ছে একের পর এক ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরে আগুন, ছুটে যাচ্ছে একের পর এক ফায়ার সার্ভিস

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, মিরপুর ১১ নম্বরে অবস্থিত জেনেভা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে