বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭:৪৩

অভিযান চালিয়ে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, দণ্ডাদেশ প্রদান ফার্মেসি ব্যবসায়ীকে

অভিযান চালিয়ে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, দণ্ডাদেশ প্রদান ফার্মেসি ব্যবসায়ীকে

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও মজুদ করার অপরাধে যুবরাজ মেডিসিন কর্নারের মালিক মো. সুমন মিয়া (৩৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সুমন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে ওষুধের ব্যবসা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ফার্মেসিতে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ দুই বস্তা ওষুধ জব্দ করা হয়। পরে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) এবং (গ) ধারায় একটি মামলায় ফার্মেসি মালিক সুমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে গাজীপুর জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে