বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৮:৫৭

‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন’

‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন’

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন।’
 
২৫ ডিসেম্বর বুধবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন।

মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ, তাই চিকিৎসকদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন,  ‘দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে