বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪২:৩৪

সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে : সিইসি

সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে : সিইসি

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ণ, সীমানা পুনঃনির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে বলে জানান তিনি।

ভোটার তালিকা প্রণয়ণ, সীমানা পুনঃনির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধনের পর নির্বাচনি তফসিল, কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি।

নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি।
নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে