এমটিনিউজ২৪ ডেস্ক : খাগড়াছড়িতে পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বুধবার সকালে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দুজনকে আদালতে হাজির করা হবে।