বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৪:১৬

শাহজালাল বিমানবন্দরে নেমেই যে বার্তা দিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

শাহজালাল বিমানবন্দরে নেমেই যে বার্তা দিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

এমটিনিউজ২৪ ডেস্ক : হাসিনা সরকারের ক্রমাগত চাপে দেশ ছাড়ার প্রায় এক যুগ পর দেশে ফিরলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দেশ পুনর্গঠনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ‘শেখ হাসিনা আইনব্যবস্থা ধ্বংস করে গেছেন’ উল্লেখ করে সামনের দিনগুলোতে দেশের আইন অঙ্গনে ভূমিকা রাখার প্রত্যাশার কথা জানান এই প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ।

এদিকে, কাতার এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বাংলাদেশের মাটি স্পর্শ করার কয়েক ঘণ্টা আগ থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিড় বাড়ে মানুষের। অনেকের হাতে ছিল ফুল, ব্যানার, পোস্টার।

জামায়াতে ইসলামী এবং এবি পার্টির সাবেক শীর্ষ নেতা এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রায় এক যুগ পর দেশে আসেন বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় তাকে অভ্যর্থনা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বিশিষ্ট ব্যক্তি অবদান রাখবেন সেই প্রত্যাশাও ছিল অনেকের।

২৪ এর স্বাধীনতায় আত্মত্যাগী সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে দেশ পুনর্গঠনে সবার প্রতি ঐক্যের আহ্বান জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

হাসিনা সরকারের ক্রমাগত চাপে ২০১৩ সালের ডিসেম্বরে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন রাজনীতি এবং আইন অঙ্গনের এই প্রবীণ ব্যক্তি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে