শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৭:১৪

এ সংবাদ সত্য নয় : বিজিবি

এ সংবাদ সত্য নয় : বিজিবি

এমটিনিউজ২৪ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন এ বছর হচ্ছে না বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ সংবাদ সত্য নয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, চলতি বছর বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না। বিষয়টি বিজিবির নজরে এসেছে।

ওই সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে পুনঃনির্ধারণ করা হয়েছে।
এতে আরোজানানো হয়, এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে