শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:০৪:২৫

৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা

৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

ফাতেমা জানান, ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে তা ঘটে এবং ৯ দফা থেকে ১ দফায় কেন আমাদের আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কেমন ছিল । এসব বিষয় নিয়ে ৩১ ডিসেম্বরের এই বিপ্লবের ঘোষণা দেওয়া হবে।’

এই বিষয়টি নিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচনার ঝড় উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকেরা ৩১ ডিসেম্বরের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুতি এবং সমর্থন ব্যক্ত করেছেন।

বিভিন্ন নেতৃবৃন্দ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছেন, "কমরেডস, ৩১ ডিসেম্বর! এখন না হলে কখনোই নয়!" 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সমন্বয়ক রিফাত রশীদ সহ আরো অনেকেই এই একই বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও লেখা হয়েছে, "৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো?"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ অর নেভার।’

এছাড়া, গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অনেকেই একই ধরনের পোস্ট প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে