মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৯:২৫

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  
 
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 
  
বার্তায় জানানো হয়, পশ্চিম রাজাবাজার, ইন্দিরারোড, শুক্রবাদ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে