সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৬:৩২

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক : ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘোষণা করা হয়।  

এর আগে কমিটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।  সন্ধ্যায় গণভবনে এ কমিটি অনুমোদন দেন তিনি।

সূত্র জানায়, আজ সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।  তারা এই কমিটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।  পরে প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবিত কমিটির অনুমোদন করেন।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  

গত বছরের ২৬ জুলাই ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।  কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের বয়স ৭ মাস হতে চলল।
২২ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে