এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।
কিছুদিন আগে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, কমিটি প্রকাশে তারা কোনো গোপনীয়তা রাখেন নি। সেখানে পূর্বে কিভাবে বঞ্চিত হয়েছেন এবং নিজেদের অবস্থান বিষয় নিয়েও আলোচনা করেন।
তিনি বলেন, "আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন ছাত্র শিবিরকে কিভাবে পরিচালনা করেছেন। প্রত্যাকটা জিনিস আসলে স্টেপ বাই স্টেপ হয়। সময়কে উপলব্ধি করে সেই আলোকে সিদ্ধান্ত নেয় ছাত্র শিবির। গত ১৫ বছরে প্রতি বছর ছাত্র শিবির প্রত্যেকটা কাজ চলমান রেখেছে।"
বিগত সরকার প্রসঙ্গে তিনি বলেন, "গত ১৫ বছর একটি ছাত্র সংগঠনের উপর যে পরিমান নির্যাতন হয়েছে অনেকেই হয়তো আপনারা জানেন। আবরার ফাহাদের কথাই যদি বলি সেখানেও শিবির সন্দেহ। এই বিষয়কে এত জোড় দেয়া হয়েছে যে শিবির সন্দেহ করে একজনকে পিটিয়ে মেরেও ফেলা যাবে। এটি যেন হয়ে গিয়েছিল একটি সার্টিফিকেশন।"
এছাড়াও তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অসংখ্য ঘটনার প্রমাণ পাওয়া যাবে। ৫ ই আগস্টের পর যে পরিবর্তিত বাংলাদেশ এখানে ইমোশনাল কিছু বিষয় আছে। এখনো আমাকে প্রশ্ন করা হয় আপনারা কি মুক্ত? "
এক প্রকার আক্ষেপ নিয়ে জাহিদুল ইসলাম বলেন, "আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, আমরা যদি কোনো কিছু প্রচার করার করার কথা বলতাম তারা করতেন না। এমনও হয়েছে নিউজ কাভারেজের জন্য সাংবাদিকের চাকরি নিয়েও টান পড়েছে।"
এই পর্যায়ে এসে সেখানে থাকা একজন প্রশ্ন করেন, ৫ই আগস্টের পর আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন?
সেই প্রশ্নের উত্তরে শিবির সভাপতি বলেন, "আমরা কোনো প্রকার গোপনীয়তা রাখিনি কিন্তু আমাদের কিছু প্রচার তো হয় না। ছাত্র শিবিরের মোরাল একটা ভ্যালু আছে সেটি হল নিজেকে এত উপস্থাপনের কিছু নেই।"