শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫, ০৬:২৪:০০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি, যে অনুরোধ জানাল সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি, যে অনুরোধ জানাল সরকার

এমটিনিউজ২৪ ডেস্ক : তাবলিগি মারকাজে সহাবস্থান বজায় রাখতে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের অনুরোধ জানিয়েছে সরকার। জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে সহাবস্থান বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে একপক্ষকে অন্য পক্ষের মারকাজে কোনো ধরনের বাধা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না করতেও অনুরোধ করা হয়েছে।

তাবলিগের দুই পক্ষকেই রাজধানীর কাকরাইল মসজিদের ক্ষেত্রে এর আগে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি অনুসরণ করতে বলা হয়েছে।

১৭ ডিসেম্বর রাতে তাবলিগের দুই পক্ষের মধ্যে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান মাঠ দখল নিয়ে সংঘর্ষে চারজন নিহত হন। পরে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ইজতেমা ময়দান ঘিরে জারি করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ আইনের ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জারি করা আদেশগুলো বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে