এমটিনিউজ২৪ ডেস্ক : তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারে নাই।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় তিনি এ কথা বলেন।
সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা ও হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ঐসব মামলা ও সাজা প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে যেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটে নাই, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজরিত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশছাড়া।
বিএনপির এই নেতা বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে।
সালেহ প্রিন্স বলেন, বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই। বিএনপির শিকড় মাটির অনেক গভীরে, জনগণের হৃদয়ের মনিকোঠায় বিএনপির অবস্থান। ইচ্ছে করলেই ফু দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না।
তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে।
এ সময় দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আবারও রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব।