শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫, ১১:০৪:২২

গ্রেফতার কারওয়ানবাজারের শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ রাসেল

গ্রেফতার কারওয়ানবাজারের শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ রাসেল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কারওয়ানবাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল আহমেদ ওরুফে রাসেল জমাদ্দারকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন।

পুলিশ জানিয়েছে, রাসেল কারওয়ানবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তিনি কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন।

রাসেল আহমেদের বাড়ি চাঁদপুর সদরের রামদাসদীতে। বাবার নাম বাবুল মিয়া। ঢাকার পশ্চিম তেজতুরী বাজারের একটি বাসায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনেসহ অন্তত চারটি মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে