নিউজ ডেস্ক : পঞ্চগড়ে হিন্দু পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যায় বাংলাদেশ সরকারকে কড়া পদক্ষেপ নিতে দাবি জানালো ভারত। এদিন ট্যুইটে এই দাবি করেন ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু।
রবিবার সকালে বাংলাদেশের রংপুর জেলার পঞ্চগড়ে এক পুরোহিতকে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন পুরোহিতের এক সহযোগী ও এ নীরিহ গ্রামবাসী।
এদিকে রবিবারের এই ঘটনায় ট্যুইটারে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, এক হিন্দু পুরোহিতের মুণ্ডচ্ছেদ করেছে বাংলাদেশি IS জঙ্গিরা। তারা বাংলাদেশে এক জন সংখ্যালঘু হিন্দুকেও অবশিষ্ট রাখতে চায় না।
ঘটনায় ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, বাংলাদেশে পুরোহিত খুনের খবরে গভীরভাবে চিন্তিত। নিষিদ্ধ জঙ্গিসংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সদস্যরা এই কাজ করেছে বলে মনে হয়। বাংলাদেশ সরকারের এব্যাপারে দ্রুত পদক্ষেপ করা উচিত।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে ইউরোপের ২৮ রাষ্ট্রের ওই জোট।
গতকাল বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন এক বিবৃতিতে ওই নিন্দা ও আহ্বান জানান। বিবৃতিতে রাষ্ট্রদূত নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত গোপাল চন্দ্র রায়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রদূত যে কোনো ধর্মের বিরুদ্ধে আক্রমণকে সব ধর্মের ওপর আক্রমণ হিসেবে মনে করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করবেন।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস