শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৬:০৪

ফ্রিজ বিস্ফোরণে চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই

ফ্রিজ বিস্ফোরণে চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই

এমটিনিউজ২৪ ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ থেকে লাগা আগুনে চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলো জামখলা দক্ষিণ পাড়ার গোলাম উদ্দিন, রুকম মিয়া, বাবুল মিয়া ও আলী হোসেনের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফ্রিজ বিস্ফোরণ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে চারটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ এবং প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত রুকম মিয়া বলেন, ‘আগুনের তীব্রতায় আমরা কিছুই বের করতে পারিনি। আসবাবপত্র, নগদ অর্থ এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।’

বাবুল মিয়া জানান, ‘আমার ঘরের সবকিছু পুড়ে গেছে। রাতে পরিবারের সবাইকে নিয়ে কোথায় যাবো, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা।’

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী  বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফ্রিজ বিস্ফোরণ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে