এমটিনিউজ২৪ ডেস্ক : মেয়াদ শেষে অবশিষ্ট থাকা ইন্টারনেট ডাটা, মিনিট এবং এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত না করার বিষয়ে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান এই নোটিশ পাঠিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের।
গত সোমবার পাঠানো নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক ব্যবহারকারীরা যখন তাদের প্যাকেজের মেয়াদ শেষ করে ফেলেন, তখন অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারেন না। এছাড়া, প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন প্যাকেজ না কিনলে তারা আগের প্যাকেজের অবশিষ্ট ডেটা ব্যবহার করতে পারেন না।