মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:১১:৪৪

এবার এক লাফে যত কমলো পঞ্চগড়ের তাপমাত্রা

এবার এক লাফে যত কমলো পঞ্চগড়ের তাপমাত্রা

এমটিনিউজ২৪ ডেস্ক : শীত মৌসুমের বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে পঞ্চগড়ে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত থাকে এই জনপদের জনজীবন। যদিও মাঝেমধ্যে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমে না। ফলে ভোগান্তি পোহাতে হয় এই জেলার দিনমজুরদের।

গতকাল সোমবার পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে এক লাফে তাপমাত্রা কমে আজ মঙ্গলবার সকাল ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  আবহওয়া অফিসের তথ্যানুয়ায়ী দেশের সর্ব উত্তরের এই জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল সকাল ৬টায় ১৩ দশমিক ৯ ডিগ্রি এবং সকাল ৯টায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তিনি বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে