ঢাকা : আগামী ১২ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুর্নীতি দমন কমিশনের করা গ্যাটকো দুর্নীতি মামলায় তাকে এই আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার খালেদা জিয়াকে আত্মসমর্পণের এ আদেশ দিয়েছেন।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন