মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৯:৫৬

‘সরকার আর ইসি যমজ ভাই’

‘সরকার আর ইসি যমজ ভাই’

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যেন জমজ ভাই। মনোনয়নপত্র প্রত্যাহারে তাদেরকে ভয়-ভীতি ও নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি আরও বলেন, সরকার  ইউপি নির্বাচনকে আরেকটি দখলবাজি মহড়ার উৎকৃষ্ট মডেল বানাতে চায়। সেজন্যই সরকার ও নির্বাচন কমিশন যমজ ভাইয়ের মতো একযোগে কাজ করে চলছে। জনগণ জানে, আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কী হবে।

রুহুল কবির রিজভী, যতক্ষণ পর্যন্ত না এই জবরদখলকারী সরকারের পতন ঘটবে ততদিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে পাবে না। বহুদলীয় গণতন্ত্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের অধিকার নিশ্চিত হবে না।

তিন বলেন, একমাত্র আন্দোলনের পথই হচ্ছে চূড়ান্ত পথ। এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজি আর কেড়ে নেয়ার মহোৎসব। সুতরাং নিজেদের অধিকার আদায়ের জন্য সম্মিলিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এটিই হবে নির্বাচনী প্রহসনের উপযুক্ত জবাব।

এসময় তিনি জেলা ভিত্তিক আওয়ামীলীগের মনোনয়নপত্র জমাদান কেন্দ্রিক নির্যাতন-সহিংসতার চিত্র তুলে ধরেন-

বাগেরহাট: চিতলমারী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের নোমিনেশন পেপার জমা দিতে পারেনি। চেয়ারম্যান প্রার্থীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালাচ্ছে ও পরিবারের লোকজনদের ভয়ভীতি প্রদর্শণ করছে। এছাড়া সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বাড়ীতে হামলা চালিয়ে হুমকি দেয়া হচ্ছে নোমিনেশন পেপার প্রত্যাহার করার জন্য। এছাড়া ডেমা, যাত্রাপুর, বেমরতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক ভয়ভীতি দেখাচ্ছে এবং নোমিনেশন পেপার প্রত্যাহার না করলে ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছে। কচুয়া উপজেলার সদর ইউনিয়ন ও রারীপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে ব্যাপক বাধা প্রদান করা হয়েছে। বাড়ীঘরে হামলা ও হুমকি দেয়া হচ্ছে।


ঝালকাঠি: নলছিটি উপজেলার মোল্লারহাট, রানা পয়সা ও ফুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে আবদুস সালাম, আবদুর রশীদ ও মজিবুর রহমানকে নোমিনেশন পেপার জমা দিতে দেয়নি আওয়ামী ক্যাডারবাহিনী। প্রার্থী ও তাদের পরিবারের লোকজনদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

খুলনা: তেরখাদা উপজেলার সদর ই্‌উনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী মো: মহিবুলস্নাহ সোনালী ব্যাংক থেকে জামানতের টাকা জমা দিয়ে ফেরার সময় উপজেলা বিএনপি’র সভাপতি কাউসার চৌধুরী’র হাত থেকে মো: মহিবুল্লাহর মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া তেরখাদা উপজেলার ৫টি ইউপি নির্বাচনের প্রত্যেকটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের কর্তৃক বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে।


সাতক্ষীরা: কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে জুগিখালী ইউপি’র বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম, সোনাবাড়ীয়া ইউপি’র বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম, দিয়াড়া ইউপি’র বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, কয়লা ইউপি’র বর্তমান চেয়ারম্যান আবদুর রকীব এবং কেরালকাতা ইউনিয়নের বিএনপি প্রার্থী জহুরুল ইসলামকে মনোনয়ন পত্র জমা দিতে দেয়া হয়নি। আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে প্রহার করে মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও তারা এর প্রতিকার করতে অপারগতা প্রকাশ করেছে।

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদী খান উপজেলার জইনশার ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাজিমুদ্দিনকে নোমিনেশন পেপার জমা দিতে দেয়া হয়নি। আওয়ামী সন্ত্রাসীরা তাকে মনোনয়ন পত্র জমা না দেয়ার জন্য হুমকি দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আসাদুল করিম শাহীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে