বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ০৩:১৬:৪৪

ডলারের মূল্য নির্ধারণে এবার নেওয়া হলো যে উদ্যোগ

ডলারের মূল্য নির্ধারণে এবার নেওয়া হলো যে উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাদ দেয়া হয়েছে ডলারের বিনিময় মূল্য নির্ধারণ পদ্ধতি ক্রোলিং পেগ। আইএমএফ'র শর্ত পালনে ডলারের বিনিয়ম মূল্য ছাড়া হয়েছে বাজারের ওপর। তবে দিনে দুই বার প্রকাশ হবে প্রতিদিনের মূল্য। যাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংক নির্বাহীরা। আর অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। 

ডলারের বাজার স্থিতিশীল রাখতে গেলো কয়েক মাস ধরেই, একের পর এক উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্বের অল্প সময়েই সংস্কার আনা হয় সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে প্রবর্তন করা ক্রলিং পেগ পদ্ধতির। রেমিট্যান্স রপ্তানি বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার। কিন্তু তারপরও ডিসেম্বরের শেষদিকে কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে উঠে এই মুদ্রার বাজার। 

তবে এবার আরও খানিকটা এগিয়ে মূল্যের প্রবণতা বুঝতে চালু করা হলো নতুন এক পদ্ধতি। সে অনুযায়ী, এক লাখ ডলারের ওপরে কেনা-বেচার ভারিত গড়ই হবে প্রতিদিনের মূল্য। যা প্রকাশ করা হবে সকাল ১১টা ও বিকেল ৫টায়। নতুন এই পদ্ধতি বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

নতুন পদ্ধতি অনুযায়ী, ১৪ জানুয়ারি প্রকাশিত সকালের মূল্য ছিল ১২১ টাকা ৯৩ পয়সা। যা আরও বিকেলে কিছুটা কমে আসে। এই মূল্য আমলে রেখেই কেনা-বেচার সিদ্ধান্ত নিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যদিও এরপরও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে প্রায় ৪ টাকা বেশিতে। নিয়ন্ত্রণ সংস্থা বলছে, ডলার মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে