বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:০৯:৪৩

আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী, পরে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা

আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী, পরে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা

এমটিনিউজ২৪ ডেস্ক : মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় প্রবাল দ্বীপ সেন্টমার্টিন্সে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা।

নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিন্সে ৩টি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়।

নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এর মাধ্যমে প্রায় ৩ ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টসমূহে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নি নির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অগ্নি নির্বাপনসহ যে কোনো দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সহায়তা করে আসছে। -আইএসপিআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে