এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৩ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন।
কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলা হয়েছে, কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয় (নম্বর ৫বি/৫সি, লট নং-৯-১০, জালান সুলতান ইয়াহইয়া পেত্রা, ৫৪১০০ কুয়ালালামপুর) থেকে ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত (৭ দিন) বিশেষ ব্যবস্থায় হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে। এই ৭ দিন নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সেবাপ্রার্থী প্রবাসীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপসহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।