বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫:৪৪

বড় সুখবর দিল ওয়ালটন, অর্ধেক দামে কেনা যাবে যে পণ্য

বড় সুখবর দিল ওয়ালটন, অর্ধেক দামে কেনা যাবে যে পণ্য

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন বছরে ক্রেতাদের জন্য ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ নামে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। যেখানে ক্রেতারা অর্ধেক দামে কিনতে পারবেন কম্পিউটার পণ্য। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনা যাবে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে। ক্রেতারা যেন সাশ্রয়ী দামে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন, সেজন্যেই আইটি পণ্যে এই বিশাল সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম রেজাউল আলম বলেন, ‘আমরা সবসময়ই ক্রেতাদের বাড়তি সুবিধা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ওয়ালটন প্রতিনিয়ত তার পণ্যের মান উন্নয়নে কাজ করছে। শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে আমরা বাজারে পণ্য দিচ্ছি।’ 

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান বলেন, ‘নিজস্ব প্রোডাকশন লাইনে উৎপাদিত আইটি পণ্য ওয়ালটন ব্র্যান্ডকে আরো শক্তিশালী করেছে। প্রযুক্তি যেমন দ্রুত এগিয়ে চলছে, ওয়ালটনও তেমন তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। আমাদের প্রত্যাশা, প্রতিটি পণ্যের ক্ষেত্রে দেশে নাম্বার ওয়ান হবে ওয়ালটন।’ 

প্রতিষ্ঠানটির এএমডি লিয়াকত আলী বলেন, ‘বর্তমানে আইটি বাজার রিফারবিশড পণ্যে সয়লাব হয়ে গেছে। সামান্য কম দামের জন্য রিফারবিশড পণ্য কিনে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব পণ্য পরিবেশের জন্যেও ক্ষতিকর। ক্রেতারা এসব যেন মানহীন রিফারবিশড পণ্যে আকৃষ্ট না হন, তাই আইটি পণ্যে এই ছাড় দিচ্ছে ওয়ালটন।’

জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট ও ইউপিএস ইত্যাদি।

সারাদেশে ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম বা ওয়েবসাইট থেকে ছাড়ে কিনতে পারবেন যেকোনো পণ্য। পাশাপাশি ১ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই থাকছে বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধাও। 

ঘরে বসেই অনলাইনে waltondigitech.com/discount-offer-এই ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে যেকোনো পণ্য। ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে