বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০৯:১০:১৭

এই সংবাদ শোনার পরপরই নেতা কর্মীদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা

এই সংবাদ শোনার পরপরই নেতা কর্মীদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা

এমটিনিউজ২৪ ডেস্ক : শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের কারাগারের ১৭ বছরের বন্দি জীবন। ১৪ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।

আর এই সংবাদ শোনার পরপরই তার নিজ জেলা ও নির্বাচনী এলাকা নেত্রকোণার নেতা কর্মীদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা। ভাটিবাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে অধীর আগ্রহে হাওরপাড়ের লাখো মানুষ। তাদের প্রিয় নেতার মুক্তির অপেক্ষায় ক্ষণ গণনা শুরু করেছেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

নেতাকে বরণ করে নেওয়ার জন্য পুরোদমে শুরু হয়েছে নানা রকম আয়োজন। মদন-নেত্রকোণা সড়কে স্থাপন করা হচ্ছে বিভিন্ন রকমের তোরণ ব্যানার-ফেস্টুন। নেতার আগমনে যেন নতুন এক প্রাণের সঞ্চার হয়েছে পুরো জেলাজুড়ে।

এর আগে, লুৎফুজ্জামান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল হয়েছে বাবরের নিজ উপজেলা মদনে।

স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন উপজেলাসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যে কারণে তিনি জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

নেত্রকোণার হাওরবেষ্টিত তিনটি উপজেলা, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী। এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসন। এ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাওরবেষ্টিত জনপদের সাধারণ মানুষের কাছে তিনি তুমুল জনপ্রিয়।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে