বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:২৩:২৯

মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে হঠাৎ পঞ্চগড়ের তাপমাত্রা যত হলো

মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে হঠাৎ পঞ্চগড়ের তাপমাত্রা যত হলো

এমটিনিউজ২৪ ডেস্ক : মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেল পঞ্চগড়ে। তেঁতুলিয়ায় ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সকাল ৬টায় সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার (১০ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি, রোববার (১২ জানুয়ারি) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (১৩ জানুয়ারি) ১২ দশমিক ৭ ডিগ্রি, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ৯ দশমিক ৬ ডিগ্রি, বুধবার (১৫ জানুয়ারি) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কেটে গিয়ে তাপমাত্রা বাড়লেও আবারো বৃহস্পতিবার সকাল ৯টায় তা কমে গিয়ে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে