বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৩০:১৭

দীর্ঘ ৭৮ দিনের রিমান্ড সহ্য করেও খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাননি বাবর!

দীর্ঘ ৭৮ দিনের রিমান্ড সহ্য করেও খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাননি বাবর!

এমটিনিউজ২৪ ডেস্ক : ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ আসামিকে সোমবার (১৪ জানুয়ারি) খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রায়ের পরে শিশির মনির একটি চাঞ্চল্যকর তথ্য দেয় গণমাধ্যমকে। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবর'কে ৭৮ দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই রিমান্ডে থাকা অবস্থায় তাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দী প্রদান করেন। 

তাকে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে জবানবন্দী দেয়ার জন্যও চাপ প্রয়োগ করা হয়েছিল। এই কাজ করলে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে বলা হয়েছিল। কিন্ত ৭৮ দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই সাক্ষ্য দিতে রাজি হয়নি। সে জন্যই তাকে এই মামলায় মূলত আসামি করা হয়েছিল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে