বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩:৩১

তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রায় ১২ বছর আগে ঢাকার সাভার এলাকায় ‘পূর্ব শত্রুতার জেরে’ জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে  বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এ রায় দেন।

ফাঁসির দণ্ড প্রাপ্তরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতয়ালী থানার আলমনগর খামারের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে কাজল ও সাভারের বনপুকুর এলাকার মৃত আরব উল্লাহর ছেলে লাল চান।

আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর দুই আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ সূত্র থেকে জানা যায়, আসামিদের সঙ্গে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলা পাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরাসহ আরও ৫-৭ জন জাহিন হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৫ সালের ৩০ অগাস্ট তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৬ সালের ২ মার্চ এ মামলার বিচার শুরুর আদেশ দেয় আদালত।

অভিযোগপত্রভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শুনে বৃহস্পতিবার তিন আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে