শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪৯:০৪

আসামি ধরতে গিয়ে দগ্ধ হওয়া সেই পুলিশ সদস্য মারা গেছেন

 আসামি ধরতে গিয়ে দগ্ধ হওয়া সেই পুলিশ সদস্য মারা গেছেন

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশালে আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন এবং সর্বশেষ বরিশাল বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে যান। এ সময় অসাবধানতাবশত ইট ভাটায় পড়ে গিয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় তার। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এসআই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার মরদেহ গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে