ঢাকা : পৌর নির্বাচনের পর এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ধরা জাতীয় পার্টি। দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য প্রথম দফার ৭৩৯টি ইউপি নির্বাচনে ৪৫০টিতেই প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে দলটি। শুধুমাত্র ২৮৯টিতে প্রার্থী দিতে পেরেছে দলটি।
পৌরসভা নির্বাচনে ৪ শতাধিক মেয়র পদে মাত্র ৭৩ প্রার্থীকে মনোনয়ন দিতে পেরেছিল জাতীয় পার্টি। জয় পেয়েছিল মাত্র একটিতে। এক অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছিলেন, পৌরসভায় প্রার্থী দেয়ার মতো লোক নেই, একটি মাত্র জয়, এটা আমার জন্য লজ্জার।
আগামী ২২ মার্চ দেশের ৩৫টি জেলার ৭৩৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, এ নির্বাচনকে ‘টেস্ট কেস’ হিসেবে দেখছেন তারা। কেন্দ্র থেকে গলাবাজি করলেও মাঠপর্যায়ে সাড়া মেলেনি। জাতীয় পার্টির অবস্থান নিয়ে সন্দিহান তৃণমূলের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলছেন, জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে স্পষ্ট না হওয়ায় মাঠপর্যায়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আলাদা সত্ত্বা তৈরি হয়নি। ফলে ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে লড়াইয়ে তেমন একটা সুবিধা করতে পারবে না দলটি।
দলটির ইউপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী গতকাল সোমবার রাতে একটি গণমাধ্যমকে বলেছেন, ৪৮৭ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে কতজন মনোনয়ন দাখিল করেছে, তার হিসাব হাতে আসেনি বলে জানান।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম