এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে মোটরসাইকেলে বাস ও ট্রাকের ধাক্কায় গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনজন, চট্টগ্রামের মিরসরাইয়ে তিনজন ও কক্সবাজারের চকোরিয়ায় একজন নিহত হয়েছেন।
বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। এ ছাড়া রাজধানী ঢাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিন কিশোর নিহত হন। তারা খেজুরের রস খেতে যাচ্ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরো সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল।
ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া ভোর ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।
মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেলযোগে সুফিয়া রোড় একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস ও পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে মাহাবুব হোসেন (৪৫) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া কক্সবাজারের চকোরিয়ায় বাসের ধাক্কায় হুমায়ুন কবির নামে এক যুবক নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমান ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে। জানা গেছে, আগামী সোমবার তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তিনদিন আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আসাদগেটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. আদম আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের পরিবার জানিয়েছে, গতকাল গ্রামের বাড়িতে আদম আলীর ভাতিজা শাকের আলী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে আসাদ গেট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আদম আলী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার বাসিন্দা। নবীনগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যবসায়ীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।