এমটিনিউজ২৪ ডেস্ক : জেল থেকে মুক্ত হওয়ার পরের দিন আজ শুক্রবার লুৎফুজ্জামান বাবরকে রাস্তায় বসে সবার সঙ্গে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে। এই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পান। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
এদিকে গতকাল জেল থেকে মুক্ত হওয়ার খবরে বাবরের নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মুক্ত বাবরকে বরণ করেন। গাড়ি, মোটরসাইকেল ও মানুষের ঢলে কারাগারের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কারামুক্ত হয়ে বাবর প্রথমে যান শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। সেখান থেকে নিজের বাসায় যান তিনি।