এমটিনিউজ২৪ ডেস্ক : মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। এসব চাল বহনকারী জাহাজ এমভি গোল্ডেন স্টার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম মিয়ানমার থেকে চাল আমদানি করা হলো।
জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।