মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০০:৪৫

ই‌লি‌শের হা‌লি ২৩০০

ই‌লি‌শের হা‌লি ২৩০০

নিউজ ডেস্ক : অন্যান্য মাছের দাম কিছুটা কম থাকলেও ইলিশের বাজারে আগুন।  ৬০০ গ্রাম ওজনের প্রতি হালি ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে।  বড় সাইজ ইলিশের দাম আরো বেশি।  দেড় কেজির হালি ৩ হাজার ৫শ’ থেকে সাড়ে ৪ হাজার টাকা।

রাজধানীর মাছের বাজারগুলো ঘুরে এমন তথ্যই জানা গেছে।  তবে ক্রমেই বাড়ছে ইলিশের দাম।  

ইলিশ বিক্রেতারা জানান, ১৫ দিন পর ইলিশের দাম আরো বাড়‌তে পা‌রে। পাইকারি আড়তে সরবরাহ কমে যাওয়ায় একটু বেশি দামে কিনতে হচ্ছে ইলিশ মাছ।  সে কারণেই দামটা বেশি।

তবে অন্যান্য মাছের মৌসুম থাকায় একটু কমতির দিকে রুই-কাতল।  প‌হেলা বৈশা‌খের আ‌গে ই‌লিশের দাম দ্বিগুণ হ‌ওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার রাজধা‌নীর যাত্রাবাড়ি, কারওয়ানবাজার ও রামপুরা বাজা‌র ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে