এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় বাথরুমে ধূমপানের কারণে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন বাবুল কাজী। ওনার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কাজী নজরুলের ছেলে কাজী সব্যসাচীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক।