ঢাকা : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জেএমবির সন্দেহভাজন ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির নতুন গঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।
গতকাল সোমবার দিবাগত রাতে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ ওরফে রিংকু, আব্দুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর ও মো.রাসেল উদ্দিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ও বেশকিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারা জেএমবির সক্রিয় সদস্য। ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, অর্থায়নসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম