এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত গড়তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিশের নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বৈঠকে বসেন দুই দলের নেতারা।
বৈঠকে খেলাফত মজলিশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিশের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমেদ আবদুল কাদের।
এই প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল ও আবদুল জলিল।
বৈঠকের পর খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, ‘আমরা যারা আন্দোলন করেছি, সেসব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ সাতটি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইন-শা-আল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল, এটাকে অটুট রাখা। ইতিমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পারছি… আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বিষয়। এ জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি…. আলাপ করে আমরা একমত হয়েছি।
এদিকে বৈঠক শেষে জামায়াত-ইসলামী আন্দোলনের (চরমোনাই পীর) মধ্যে ঐক্যের বিষয়ে জানতে চাইলে ‘আলহামদুলিল্লাহ ভালো’ বলেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।